০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মাদারীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ নারীসহ ৬ জন আটক, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

image

মাদারীপুরের শিরখাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন নারী। আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল, রাইফেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্রের পিতা মিলন সব্যসাচী।

মাদারীপুর জেলার শিরখাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। অভিযানে বিদেশি পিস্তল, রাইফেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:

পারুল বেগম (৪৮) – স্বামী মফেজ মাতুব্বর

মিলন সব্যসাচী @ দেবু মাতুব্বর (৫৫) – পিতা মৃত করিম মাতুব্বর

কামাল মাতুব্বর (৫০) – পিতা মৃত শাহ আলম মাতুব্বর

মনু মাতব্বর (৫৭) – পিতা মৃত শাহ আলম মাতুব্বর

খাদিজা বেগম (২৬) – স্বামী শিহাব মাতুব্বর

লাকী আক্তার – স্বামী কামার মাতুব্বর

তাদের সবাই মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া-ঘুনসী এলাকার বাসিন্দা।

আটককৃতদের মধ্যে মিলন সব্যসাচী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর পিতা। অভিযানটি যৌথবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অস্ত্রের উৎস ও এর পেছনে থাকা চক্র সম্পর্কে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









মোঃ মিনহাজ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading