এবার মাল্টা লেবুর বাম্পার ফলনে হাসি ফুটেছে চাষীদের মুখে। যশোরের শার্শাসহ বিভিন্ন এলাকায় মাল্টা লেবু চাষে ব্যাপক সাফল্য পাচ্ছেন কৃষকরা। মাল্টা চাষি যশোরের ঝিকরগাছা মির্জাপুরের মোঃ খলিল জানান, দীর্ঘ আড়াই বছর ধরে তিনি মাল্টা লেবুর চাষ করে আসছেন। তিনি বলেন, “মাল্টা লেবু চাষ করে আমি ভালোই লাভবান হয়েছি। বর্তমানে অনেক চাষি মাল্টা চাষের দিকে ঝুঁকছেন।
চাষিরা আরও জানান, আগে দেশে মাল্টা বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু এখন দেশের মাটিতেই ভালো ফলন হওয়ায় মাল্টার বড় অংশ উৎপাদিত হচ্ছে স্থানীয়ভাবে। এতে বিদেশ নির্ভরতা কমছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কৃষি কর্মকর্তাদের মতে, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাল্টা লেবুর ফলন আরও বাড়ানো সম্ভব হবে। ফলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে মাল্টা চাষ।চাষিরা জানান, শার্শার বেলতলা আম বাজার এখন ফলের রাজধানী। যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজার এখন শুধুমাত্র আমেই সীমাবদ্ধ নেই। এখানে পাওয়া যাচ্ছে মাল্টা, লেবু, ড্রাগন, পেয়ারা, কাটিমন আম, ও কদবেল ও বাতাবি লেবুসহ,এখানে আরো পাওয়া যাচ্ছে নারকেল, নানা ধরনের ফল। মৌসুমভিত্তিক ফলের প্রাচুর্যে বাজারটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসময় বেলতলা বাজার কেবল আমের জন্যই পরিচিত ছিল। তবে বর্তমানে সারা বছর নানা জাতের ফলের সমাহার থাকায় এ বাজারকে অনেকে ফলের রাজধানী বলে ডাকছেন। প্রতিদিন দূরদূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন। চাষি ও বিক্রেতাদের দাবি, বাজারটি শুধু স্থানীয় অর্থনীতিই নয়, বরং পুরো অঞ্চলের কৃষি ও বাণিজ্যে বড় ভূমিকা রাখছে।
রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়
Comments: