সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধভাবে গরুর মাংস পাচার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফ্রোজেন গরুর মাংস জব্দ এবং পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকাল ৩টার দিকে সেনাবাহিনীর ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্প থেকে একটি আভিযানিক টহলদল অভিযান চালায়।
তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগোল শুক্রবারী বাজার সংলগ্ন রামেশ্বর এলাকায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি ফ্রোজেন গরুর মাংস উদ্ধার করা হয়।
মাংসগুলো ছিল ১৬০টি কার্টনে, প্রতিটি কার্টনের ওজন ২৫ কেজি করে। পাচারকারীরা মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে এনে ঢাকার যাত্রাবাড়ীর একটি কোল্ড স্টোরেজে পৌঁছাতে চেয়েছিল।
আটক পাঁচজন হলেন:
নাজিম উদ্দিন (৪৫), কহাইগড়, জৈন্তাপুর
সেতু দেবনাথ (৩৫), রামেশ্বর
আবদুল্লাহ (৩১), হেমু মুকামপাড়া
মো. রাব্বানী (২৩), শিবগঞ্জ, বগুড়া
মো. শুভ (১৬), আকাশতারা
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাংস পাচারের কথা স্বীকার করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা, ট্রাক, মাইক্রোবাস ও জব্দকৃত মাংস জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।”
ভারত থেকে সীমান্ত পেরিয়ে গরুর মাংস পাচারের ঘটনা নতুন নয়, তবে এত বিপুল পরিমাণ ফ্রোজেন মাংস উদ্ধার এবং চক্রের সদস্যদের আটক সেনাবাহিনীর সফল অভিযানের সাক্ষ্য দেয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকায় পাচার রোধ সম্ভব হবে।
অনলাইন ডেস্ক
Comments: