০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
জাফলংয়ে নিখোঁজের ৩ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

image

জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ মুকিত আহমদের মরদেহ তিনদিন পর উদ্ধার। সুনামগঞ্জের যুবক মুকিত আহমদ জাফলংয়ে নিখোঁজ হন শুক্রবার, ভেসে ওঠে রোববার সকালে।

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর মুকিত আহমদ নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গোয়াইনঘাট উপজেলার বল্লাঘাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত মুকিত আহমদ (২২) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার রায়নগর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে। পরিবার বর্তমানে সিলেট শহরের মাছিমপুর এলাকায় বসবাস করছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকিত আহমদ গত শুক্রবার জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে নামে। সেখানে হঠাৎ স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। তিনদিন ধরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালালেও কোনো ফল আসেনি। অবশেষে রোববার সকালে বল্লাঘাট এলাকায় ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তা ইস্যু আবারও সামনে নিয়ে এসেছে এই মৃত্যুর ঘটনা। স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলছেন সচেতন মহল। এ ধরনের দুঃখজনক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading