০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
গফরগাঁওয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত

image

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার জামতলা মোড়ে অবস্থিত স্মৃতিসৌধ প্রাঙ্গণে শুক্রবার (১৮ জুলাই) রাত ৮টায় ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব এন এম আবদুল্লাহ-আল-মামুন।

এই কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দেশপ্রেম ও ইতিহাস স্মরণে এক অনন্য আবহ তৈরি হয়। পুরো এলাকাজুড়ে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে, হাজারো মোমবাতির আলোয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উজ্জ্বল হয়ে ওঠে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের মতে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে পরিচিত করাতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মরণীয় এ রাতটি গফরগাঁওয়ের মানুষের হৃদয়ে দেশপ্রেমের একটি দীপ্ত প্রতিচ্ছবি হয়ে থাকবে।








গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading