গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
নিহতদের মধ্যে সিএনজি চালক ওবায়দুল, এক অজ্ঞাতপরিচয় নারী (৫৬) এবং এক বৃদ্ধ (৭০) রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হন, যাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের এই সড়ক দুর্ঘটনাটি দ্রুতগামী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।
অনলাইন ডেস্ক
Comments: