০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
নিখোঁজের ৪ দিন পর মাছের ঘের থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

image

সাতক্ষীরার কলারোয়ায় চার দিন নিখোঁজ থাকার পর ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে কাজিরহাট কলেজের সামনে একটি মাছের ঘের থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত ইমরান উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পরিবার জানায়, ২৪ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইমরান। দুই দিন পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও তার কোনো খোঁজ মেলেনি।

মা আমেনা বেগম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। দাবি: পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেছেন।










রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়



ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading