০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
কুবি বিএনসিসি প্লাটুনে নবীন ক্যাডেটদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

image

বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের নবীন ক্যাডেটদের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, অর্থনীতি বিভাগের ৩০৮ ও ৩০৯ নং কক্ষে সকাল নয়টায় পরীক্ষাটি শুরু হয়। পরীক্ষায় নবীন ক্যাডেট হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ (১৮তম ব্যাচ) ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উক্ত লিখিত পরীক্ষায় বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. শামিমুল ইসলাম, ২/লে. (বিএনসিসিও), এক্স-ক্যাডেট কর্পোরাল দিনেশ বসু চাকমা এবং ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়া-সহ পুরুষ ও মহিলা প্লাটুনের রানিং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

পরীক্ষায় নেতৃত্ব দেওয়া ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, প্রতি বছর নতুন ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এলে বিএনসিসি'র ভর্তি কার্যক্রম শুরু হয়। তাতে আগের এক ব্যাচও সুযোগ পায়। বিএনসিসি'তে আসা ক্যাডেটরা পড়াশোনার পাশাপাশি সুন্দর একটা সময় উপভোগ করতে পারে। সাপ্তাহিক ড্রিল ক্লাস, বাৎসরিক ব্যাটালিয়ন ক্যাম্প, রেজিমেন্ট ক্যাম্প, কেন্দ্রীয় (সেন্ট্রাল) ক্যাম্পের মাধ্যমে তারা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পায়। পাশাপাশি অর্জন করে নেতৃত্ব দেওয়ার গুণাবলী।

পরীক্ষা শেষে প্লাটুন কমান্ডার ড. মোঃ শামিমুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রেখে বলেন, ' বিএনসিসি'তে এসে ক্যাডেটরা যে শিক্ষাটি গ্রহণ করে তা তারা সারাজীবন কাছে লাগাতে পারে। এখানে শুধু যে সামরিক প্রশিক্ষণ পাচ্ছে তা নয়, নিজেকে কীভাবে এগিয়ে নিতে হয়, সময়কে নিজের আয়ত্তে রাখা, লিডার হওয়ার গুণাবলী তাদের মধ্যে গড়ে ওঠে। গ্রুপভিত্তিক কাজে তারা যে আনন্দ ও সাহস পায়, যা বুঝে তা-ই তারা ভবিষ্যৎতে বিভিন্ন সেক্টরে গিয়ে কাজে লাগাতে পারে।'

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ২৯ এপ্রিল, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে গড়ে ওঠে। তখন থেকে প্লাটুনের ক্যাডেটরা নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানসহ নানা সামাজিকমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং দক্ষতার সহিত দায়িত্বপালন করে আসছে।













রিলাক্স মিডিয়া/কুবি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading