আগামী ২ আগস্ট লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য বিজয় মিছিল ও পথসভা সফল করার লক্ষ্যে দুড়দুড়িয়া ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদ সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান আরিফ, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির উদ্দিন বাবু ও মোঃ ফিরোজ হোসেন মিল্টন।
এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি নেতা মোঃ এজাজুল হক বাচ্চু, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, লুটপাট ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। ২ আগস্টের কর্মসূচিকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়
তরিকুল ইসলাম ফাহিম লালপুর প্রতিনিধি
Comments: