০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
দক্ষিণ গফরগাঁও: অবহেলার চরম নিদর্শন, উন্নয়ন থেকে আজও বঞ্চিত

image

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, বিশেষ করে পাগলা থানার অন্তর্গত আটটি ইউনিয়ন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। স্থানীয়রা বলছেন— রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি— সবকিছুতেই চলছে চরম অবহেলা। একদিকে গফরগাঁওয়ের মূল শহর ও উত্তরাঞ্চলে দৃশ্যমান উন্নয়ন, অন্যদিকে দক্ষিণাঞ্চলে রয়ে গেছে কাঁচা রাস্তা, জরাজীর্ণ স্কুল ও অকার্যকর স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব উন্নয়ন দেখা যায় না।

গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চল— বিশেষ করে নিগুয়ারী, লংগাইর, পাঁচবাগসহ আটটি ইউনিয়ন আজও উন্নয়নের ছোঁয়া পায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী—

বর্ষাকালে রাস্তাঘাট এতটাই কর্দমাক্ত থাকে যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না।

অনেক গ্রামে আজও নেই পাকা সড়ক কিংবা সেতু।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থাকলেও শিক্ষক সংকট প্রকট।

গ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ডাক্তার বা ওষুধ।

স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন,
“স্বাধীনতার পর থেকে উন্নয়নের আশা করছি, কিন্তু পরিস্থিতি একই রয়ে গেছে।”

একজন যুবক বলেন,
“আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু চাকরি নেই। কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই।”

স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করছেন, প্রস্তাব পাঠানো হয়েছে এবং উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তবে বাস্তবচিত্র ভিন্ন— কোথাও কোনো কাজ শুরু হয়নি।
নদীভাঙন ও কৃষিক্ষতির জন্যও নেই কোনো স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা।

নিগুয়ারীর মো. হারুন জানান,
“আমাদের রাস্তাটা এখনো কাঁচা। একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, এটা কি উন্নয়ন?”

লংগাইর ও পাঁচবাগ এলাকার মানুষেরাও একই অভিযোগ করেছেন।

দক্ষিণ গফরগাঁওয়ের জনগণ উন্নয়নের দাবি করছে— অবিলম্বে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বরাদ্দ নিশ্চিত করতে হবে। নইলে অঞ্চলটি পিছিয়ে পড়া জনপদ হিসেবেই থেকে যাবে।










মো. ফরিদ আহমেদ আরিফ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading