০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ত্রুটি, রংপুর বিভাগের ৮ জেলায় লোডশেডিং

image

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করেই একটি যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়েছে পুরো রংপুর বিভাগে। ফলে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর — এই ৮টি জেলাতেই এখন লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়রা জানান, দিনে ৮-১০ বার পর্যন্ত বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরাও।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করে দ্রুত তা মেরামতের চেষ্টা চলছে। তবে গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিদ্যুৎ সরবরাহ চালু আছে। যেমন মেডিকেল ও গুরুত্বপূর্ণ সড়ক ইত্যাদি। নেসকো কতৃপক্ষ জানায় ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগতে পারে সমাধান হতে।







রাকিবুল ইসলাম, রংপুর 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading