দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করেই একটি যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়েছে পুরো রংপুর বিভাগে। ফলে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর — এই ৮টি জেলাতেই এখন লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে।
স্থানীয়রা জানান, দিনে ৮-১০ বার পর্যন্ত বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরাও।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করে দ্রুত তা মেরামতের চেষ্টা চলছে। তবে গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিদ্যুৎ সরবরাহ চালু আছে। যেমন মেডিকেল ও গুরুত্বপূর্ণ সড়ক ইত্যাদি। নেসকো কতৃপক্ষ জানায় ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগতে পারে সমাধান হতে।
রাকিবুল ইসলাম, রংপুর
Comments: