০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
ব্রিটেন
ব্রিটেন-ইইউ যুব গতিশীলতা প্রকল্পে নতুন দিগন্ত, ১২ মাসের সীমা ছাড়িয়ে যেতে পারে অবস্থানকাল

image

ব্রিটেন-ইইউ যুব প্রকল্পে নতুন সম্ভাবনা। এক বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকতে পারবে ইউরোপীয় তরুণরা, আলোচনা চলছে কৃষি ও অপরাধপ্রতিরোধেও।

ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের অংশ হিসেবে যুক্তরাজ্য (UK) ইঙ্গিত দিয়েছে—ইউরোপীয় তরুণরা 'যুব গতিশীলতা প্রকল্প'-এর অধীনে ১২ মাসের বেশি সময়ের জন্য দেশটিতে অবস্থান করতে পারবে।

ব্রিটেনের ইইউ সম্পর্ক মন্ত্রী নিক থমাস-সাইমন্ডস জানিয়েছেন, এই নতুন পরিকল্পনা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশের সাথে ব্রিটেনের বিদ্যমান ১৩টি প্রকল্পের অনুরূপ হবে।

এই প্রকল্পের আওতায় ১৮-৩০ বছর বয়সী তরুণদের যুক্তরাজ্যে ২ বছর পর্যন্ত থাকার সুযোগ মিলবে, যা আরও ১ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। প্রকল্পটি পারস্পরিক হবে, অর্থাৎ ব্রিটিশ তরুণরাও ইউরোপে একই মেয়াদে যেতে পারবেন।

তবে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার চান এই প্রকল্পের মেয়াদ ১২ মাসের মধ্যে সীমাবদ্ধ থাকুক, যাতে অভিবাসন সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

থমাস-সাইমন্ডস বারবার জোর দিয়ে বলেছেন, এটি এখনও আলোচনার পর্যায়ে আছে এবং তারা চায় "একটি স্মার্ট, নিয়ন্ত্রিত, ভারসাম্যপূর্ণ চুক্তি"।

মে মাসে ব্রিটেন ও ইউরোপীয় কমিশনের মধ্যে স্বাক্ষরিত "সাধারণ বোঝাপড়ার" (General Understanding) অংশ হিসেবে এই প্রকল্পের খসড়া চূড়ান্ত হয়েছে।

তিনি বলেন, এই পরিকল্পনা চলাচলের স্বাধীনতা নয়; বরং এটি একটি পরিকল্পিত বিনিময় কর্মসূচি, যেমনটি অ্যান্ডোরা বা উরুগুয়ের সঙ্গে রয়েছে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটেনের চলমান প্রকল্পে ৪৫,০০০ কোটা থাকলেও, গত বছর মাত্র ৯,৭৫০ জন যুবক এসেছিল।

ব্রিটেন-ইইউ সম্পর্ক পুনঃস্থাপনের এ পদক্ষেপের ফলে ইউরোপীয় তরুণদের জন্য যুক্তরাজ্যে দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি, অপরাধ প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, এবং কৃষি মান বিষয়ে আলোচনাও এগিয়ে চলেছে।

এটি উভয় পক্ষের জন্যই লাভজনক একটি ব্যবস্থা হতে পারে, বিশেষ করে যখন তা নিয়ন্ত্রিত অভিবাসন ও নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তিতে গড়ে উঠবে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading