২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত কামনায় শেরপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

image



ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর জেলা বিএনপির উদ্যোগে ২২ জুলাই মঙ্গলবার জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, শিক্ষিকা মাহরিনসহ প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি নেতারা।

এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।



এ দোয়া মাহফিলে অংশ নেন- শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবুল রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ,

সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদস্য আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু,

সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।



ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading