২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ গ্রেপ্তার

image



ভারতে যাওয়ার পথ বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১২টার দিকে ভারতে ঢোকার চেষ্টা করে। বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তিনি গ্রেপ্তার হন।


তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়।

এসময় তিনি কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি একাধিক মামলায় জড়িত ছিলেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে আসামিকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দিবে



মোঃ ইমরান হোসেন হৃদয়
শার্শা যশোর প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading