ছুটির দিনে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর ঘিরে লুটপাট তদন্তে নেমেছে সরকারের শীর্ষ কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত দল পরিদর্শনে গিয়ে সতর্কবার্তা দিয়েছেন—সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে। দায়ীদের ছাড় না দেওয়ারও ঘোষণা এসেছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদের সাথে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম এবং পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ড. মোখলেছুর রহমান বলেন—
“সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে। এ ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবেন না।” তিনি জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রকে নিরাপদ রাখতে বিশেষ প্যাকেজ কর্মসূচি গ্রহণ করা হবে। সিসিটিভি ক্যামেরার আওতায় এনে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এই কেন্দ্রটি।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন— “লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। যদিও আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য হয়তো ফিরবে না, তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আগের অবস্থায় ফেরাতে।” এর আগে সাদাপাথর লুটপাটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
সিলেটের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রকে ঘিরে অব্যাহত লুটপাটের ঘটনায় প্রশাসনের উচ্চপর্যায়ের পদক্ষেপে স্থানীয়দের মধ্যে নতুন আশা জেগেছে। সচিবদের ঘোষণার পর পর্যটক ও স্থানীয়রা মনে করছেন, কার্যকর ব্যবস্থা নিলে সাদাপাথরের হারানো সৌন্দর্য হয়তো আংশিক হলেও ফিরিয়ে আনা সম্ভব হবে।
অনলাইন ডেস্ক
Comments: