রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাফর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আবু সাঈদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন। ১৬ই জুলাই ২০২৪ তারিখে কোটাবিরোধী আন্দোলনে প্রথম শহীদ হন মোহাম্মদ আবু সাঈদ। তার মৃত্যুতে শোকের ছায়া পড়ে যায় শুরু হয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন পথযাত্রা। তার মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে গড়ে ওঠে আন্দোলন তীব্র আন্দোলন।
তার মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের সকলে দোয়া চেয়েছেন। এবং দেশকে সন্ত্রাসী ও চাঁদামুক্ত গড়ে তুলতে বলেছেন।
তার হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আহ্বান করেছেন। সেই সাথে এরকম যেন আর কোন স্বৈরাচার এদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই আহবান জানিয়েছেন।
রংপুর প্রতিনিধি: সাকিব এনামুল
Comments: