০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি মোস্তাককের

image

গন অভ্যুত্থানের পর পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরের দিকে মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার সদর থানায় একাধিক মামলার আসামি মোস্তাক গ্রেপ্তার এড়াতে অনেকদিন ধরে মৌলভীবাজারের শেরপুর এলাকায় লুকিয়ে ছিলেন। আত্মগোপনে থাকার সময় তিনি স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।















রিলাক্স মিডিয়া/তিমির বনিক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading