তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত। সোমবার (১৮ আগস্ট ) বিকাল ৬ টায় গড়েয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গড়েয়া ডিগ্রী কলেজ হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক,গেষ্ট অব অনার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, প্রধান বক্তা মাহাবুব হোসেন তুহিন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, বিশেষ অতিথি কাজী আজমগীর সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, মামুনুর রশিদ মিল্টন সদস্য ঠাকুরগাঁও জেলা শাখা, বুলেট সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও সদর উপজেলা, ইয়াছিন আলী সদস্য ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি।
আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ম আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুল হক, এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অতিথি বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গর্ব ও ঠাকুরগাঁওয়ের অহংকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করে ঠাকুরগাঁওয়ের মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তাই সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।
এছাড়াও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনও ভাবেই তারা আর চক্রান্ত করতে না পারে।
সবশেষে ঠাকুরগাঁও উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা। বর্ধিত সভায় উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম ( রেদো শাহ্) এর সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাশারফ হোসেন (স্বরণ)।
রিলাক্স মিডিয়া/মো: আলমগীর
Comments: