০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মোংলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

image

র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি"—এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুূদ রানা, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার ও মোংলা নাগরিক সংঘের সভাপতি মোঃ নূর আলম শেখ।

পরে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ৮ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন অতিথিবৃন্দ।

এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা।








রিলাক্স মিডিয়া/আলী আজীম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading