পূর্ব লন্ডনে এক নারীকে লাঞ্ছিত করে হত্যা, তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চ্যাডওয়েল হিথে ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় খুন ও অপরাধে সহায়তার অভিযোগে তিনজনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।
শনিবার ভোরে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে এক নারীকে মারাত্মকভাবে লাঞ্ছিত করে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ বছর বয়সী একজনকে খুনের অভিযোগে এবং ২১ ও ২২ বছর বয়সী দুইজনকে অপরাধে সহায়তার অভিযোগে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছানোর পর জরুরি চিকিৎসা সেবা দল চেষ্টা চালিয়েও মহিলাকে বাঁচাতে ব্যর্থ হয়। সকাল ৫টা ৩০ মিনিটে চ্যাডওয়েল হিথ লেনে মহিলাকে মৃত ঘোষণা করা হয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহে কাজ করছেন। তবে নিহত নারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
চ্যাডওয়েল হিথ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয়দের শান্ত থাকতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে নারীর হত্যাকাণ্ডে তিনজন গ্রেফতার হলেও তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশের তদন্ত শেষে ঘটনার আসল কারণ এবং পেছনের পরিকল্পনা প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: