শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামে জামায়াতে ইসলামী থেকে একসাথে ৯ জন কর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দাবী উঠেছে। যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন ব্যক্তি। যোগদানকারীরা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮ নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। শনিবার (৩০ আগষ্ট) রাত ৯ টার সময় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।
যোগদানকারীরা হলেন হাজী আনসার আলী, কওসার আলী,লিয়াকত আলী,আবুছার
আবুহার (মৃত মোনসুর আলীর ৫ ছেলে)
আবু বক্কর (পিতা মৃত আব্দুল মাজেদ গাজী)
আবু হাসান (পিতা মৃত আবেদ আলী গাজী)
মুকুল হোসেন (পিতা মজনু)
অহিদ হোসেন (পিতা মৃত কচি সরদার)
এ সময় যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের কর্মী ছিলেন। এখন স্বেচ্ছায়-সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করলেন। এ সময় তারা আগামীর পথচলায় সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন । বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান,যোগদানকারীরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জাতীয়তাবাদী দলের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তারা সবাই বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “জনগণের স্বার্থ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হয়ে জামায়াতের কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। এতে আমাদের সংগঠন আরও শক্তিশালী হলো।
রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়
Comments: