সিলেট নগরের যানজট কমাতে অবশেষে উদ্যোগ নিলো মহানগর পুলিশ। নগরে সিএনজি অটোরিকশার জন্য নির্ধারণ করা হলো ৩০টি অনুমোদিত স্ট্যান্ড। অবৈধ পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল নগরবাসী। নতুন সিদ্ধান্তে যানজট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।
সিলেট নগরের অন্যতম সমস্যা হয়ে দাঁড়ানো সড়কজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরে সিএনজি চালিত অটোরিকশা পার্কিংয়ের জন্য ৩০টি নির্দিষ্ট স্থান অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও অবৈধভাবে পার্কিং করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) এম. মাহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিটি স্ট্যান্ডে কতগুলো অটোরিকশা পার্কিং করতে পারবে তাও নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত স্ট্যান্ডগুলোর মধ্যে রয়েছে—
আম্বরখানা (চৌহাট্টা, সুনামগঞ্জ, এয়ারপোর্টমুখী রুটে)
টিলাগড় পয়েন্ট (তামাবিল, শিবগঞ্জ ও বালুচরমুখী)
মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট।
প্রতিটি এলাকায় ৫ থেকে ১৫টি পর্যন্ত অটোরিকশা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। মোট ৩০টি স্থানে শতাধিক সিএনজি অটোরিকশা বৈধভাবে পার্কিং করতে পারবে।
নগরবাসীর আশা, নতুন এই উদ্যোগে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং পথচারীরা স্বস্তি পাবে।
অবৈধ পার্কিং সিলেট নগরের দীর্ঘদিনের সমস্যা। মহানগর পুলিশের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং নগরবাসীর দুর্ভোগ লাঘব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
অনলাইন ডেস্ক
Comments: