০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে বহুল আলোচিত পাথর লুটকাণ্ডে গ্রেফতার বিএনপি নেতা সাহাব উদ্দিন

image

সিলেটে আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাট মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তিনি দীর্ঘদিন ধরেই এই ঘটনায় মূলহোতা হিসেবে আলোচনায় ছিলেন। অবৈধ পাথর উত্তোলন নিয়ে একাধিক মামলার আসামি সাহাব উদ্দিনকে শনিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে আটক করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এরপর থেকেই মূলহোতাদের গ্রেফতারে তৎপরতা চালায় র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট ৭টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়।

সিলেটে বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের ঘটনায় অন্যতম মূলহোতা হিসেবে অভিযুক্ত সাহাব উদ্দিনের গ্রেফতার রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করা হবে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading