হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজে বিকল হয়ে পড়েছে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন। এ ঘটনায় সিলেট রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে শায়েস্তাগঞ্জ রেল জংশন থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন খোয়াই নদীর ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে সিলেট রুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকল হওয়া ইঞ্জিন উদ্ধারে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর এর ইঞ্জিন ব্যবহার করে পারাবত ট্রেন ফিরিয়ে আনা হবে। পুরো প্রক্রিয়ায় প্রায় ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।
পারাবত এক্সপ্রেসের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ ছাড়ার পর খোয়াই নদী পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিদর্শনে দেখা যায় দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান বন্ধ হয়ে গেছে। ফলে ইঞ্জিন থেমে যায়। তিনি আরও জানান, সমস্যাটি সমাধানের জন্য ফিউজ পরিবর্তন করতে হবে, যা মেকানিক্যাল লোকবলের সহায়তা ছাড়া সম্ভব নয়। ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে আকস্মিক এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি তৈরি হয়েছে। সিলেটমুখী অন্যান্য ট্রেনগুলোও শিডিউল অনুযায়ী চলতে পারছে না।
শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক
Comments: