০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
পারিবারিক কলহে রিকশাচালক : মিরাবাজার থেকে লাশ উদ্ধার

image

সিলেটে পারিবারিক কলহে নিজেই পেট্রোল ঢেলে আগুন: রিকশাচালক মনসুর ইসলামের মৃত্যু, ময়নাতদন্ত চলছে। নগরীর মিরাবাজার সেবক আবাসিক এলাকা থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করা অবস্থায় মরদেহ উদ্ধার—পরিবারিক তর্ক ও মানসিক চাপে এমন ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে; হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের মিরাবাজার সেবক আবাসিক এলাকা থেকে মনসুর ইসলামের (জয়পুরহাট) মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহে ভুগছিলেন; স্ত্রী ঢাকায় একটি গার্মेंटসে চাকরিতে রয়েছেন। ঘটনার দিন (২২ সেপ্টেম্বর) রাতে দম্পতির মধ্যে তর্ক-বিতর্ক ঘটে; পরের সকালে মনসুর রিকশা নিয়ে মেইন রোডে এসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটি পারিবারিক কলহে ঘটেছে বলে নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে রিকশা, পেট্রলের বোতল ও একটি লাইটার জব্দ করা হয়েছে; লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে। স্থানীয় প্রতিবেশীরা ও পুলিশ ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় আছেন; তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা ঘটনার কারণ হিসেবে পারিবারিক সমস্যাকেই প্রধান আন্দাজ করছেন; প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। মানসিক চাপ ও আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কিত হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966 (প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত কল করা যাবে)।

জীবন সংক্রান্ত চাপ ও মানসিক সমস্যায় ভুগলে একা ভাবা থেকে বিরত থাকুন — সাহায্য চাওয়াটা দুর্বলতা নয়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, কাউন্সেলর বা বিশ্বস্ত বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলুন; প্রয়োজন হলে উল্লিখিত হেল্পলাইনগুলোতে যোগাযোগ করুন।

সিলেটে একটি করুণ ঘটনা—পারিবারিক কলহ ও মানসিক কষ্টের জেরেই এক রিকশাচালক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের ফলাফলের ভিত্তিতে আরো বিস্তারিত জানানো হবে। সমাজে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বাড়ানো ও সহায়তা ব্যবস্থা সক্রিয় রাখাই এমন দুর্ঘটনা কমাতে সাহায্য করবে।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading