০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
কালকিনিতে বাসের ধাক্কায় নসিমন চালকের মৃত্যু

image

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নসিমন চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমনচালক বরিশালের গৌরনদীর বাসিন্দা শাহাদাৎ হোসেন সরদার।

সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন দুমড়ে-মুচড়ে সড়কের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নসিমনচালক শাহাদাৎ হোসেন সরদার (৩৫)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকার আফতাফ আলী সরদারের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, রাতে গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। বিপরীত দিক থেকে আসা একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার নসিমনকে ধাক্কা দেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত শাহাদাৎ সবজি ব্যবসায়ী ছিলেন। নসিমনে করে বিভিন্ন স্থানে সবজি বিক্রি করতেন তিনি। ওসি আরও জানান, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নসিমনচালক শাহাদাৎ হোসেনের মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবারে। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













রিলাক্স মিডিয়া/মিনহাজ মোড়ল

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading