ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নে দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে। গত শনিবার (দু’দিন আগে) স্থানীয়দের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা বর্তমানে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উপজেলার শেখভিটা এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল মহিষমাতান বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অভিযোগ উঠে এসেছে, নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার এবং তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলাকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি চালিয়ে আসছে। এতে ভুক্তভোগী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ২০০১ সাল থেকেই লালু মেম্বার ছিলেন অন্যায়, অত্যাচার, চাঁদাবাজদের মূর্ত প্রতীক।
মানববন্ধনে বক্তারা বলেন, “দলীয় পরিচয়ের আড়ালে এ ধরনের অপকর্ম চলতে থাকলে দলের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হবে।” স্থানীয়দের দাবি, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এদিকে মানববন্ধন-পরবর্তী সময়েও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক মহলেও এ নিয়ে তীব্র আলোচনা চলছে।
রিলাক্স মিডিয়া/মো. ফরিদ আহমেদ
Comments: