০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মোংলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষীকি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মোংলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। রবিবার (৩১ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় মাদ্রাসা রোডস্থ পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী'র সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সাধারন মানুষের ভোটাধীকার বাস্তবায়ন ও সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগঠন। সরকারের দমন-পীড়নের মধ্যেও আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু আনন্দের নয় এটি হবে গণতান্ত্রিক আন্দোলনের শপথ নেওয়ার দিন।

তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের কথা বলে ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন আজও জনগণের আস্থার প্রতীক। আমরা সবাইকে এক সঙ্গে নিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি সফল করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি উপলক্ষে সর্বোচ্চ সহযোগিতা এবং এই দিনকে ঘিরে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: খোরশেদ আলম, যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে সকল নেতৃবৃন্দ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।











রিলাক্স মিডিয়া/আলী আজীম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading