নবীগঞ্জে উপজেলায় পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে ১৫শ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৭আগষ্ট) বুধবার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাগ ইউপির ও ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টানা তিনঘণ্টা অভিযান পরিচলানা করা হয়। এ সময় তাদের বালুখেকোরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এবং কেউ যেনো অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন না করে সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেন।
এছাড়াও, নবীগঞ্জ পৌর এলাকায় কয়েকটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান বেকারিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ ৩০ হাজার টাকা অর্থ দন্ড করা প্রদান করা হয়। জানা যায়, নবীগঞ্জ শহরের ডাকবাংলো পার্শ্ববর্তী এলাকার নবী হোসেন এট পুত্র আলমগীর মিয়া, শেখ আলীশা ফুডের মালিক নুরুল হখের পুত্র
মোঃ আলেক মিয়া, মাওলানা স্পেশাল বেকারি নামের দুটি প্রতিষ্ঠানকে বেকারির পণ্যে উৎপাদনের মেয়াদ ও ওজন না থাকায়, পরিমাপ মানদণ্ডের আইন ২০১৮ অনুযায়ী ১৫হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে নগদ ৩০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
এই বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ অর্থ দন্ড সহ বালু জব্দ করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
রিলাক্স মিডিয়া/বুলবুল আহমদ
Comments: