০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড

image

পিরোজপুরের কাউখালীতে এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে নিলু ডাকুয়া (৪০) নামে অটোরিকশা চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুর ১.৩০ ঘটিকার দিকে উপজেলার মহিলা কলেজ সংলগ্ন আসপদ্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরে আটক নিলু ডাকুয়াকে দণ্ডাদেশ দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব স্বজল মোল্লা। নিলু ডাকুয়া উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মৃত মোশারাফ ডাকুয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কাউখালী মহিলা কলেজের এক শিক্ষার্থী ক্লাস শেষে বাড়ি ফেরার পথে গত ২-৩ দিন যাবত অটোরিকশা চালক নিলু ডাকুয়া তাকে অশালীন কথা ও অশালীন অঙ্গভঙ্গীর মাধ্যমে তাকে উত্ত্যক্ত করে আসছে। কলেজ পড়ুয়া ছাত্রী আজ আনসার-ভিডিপি ট্রেনিং শেষে বাড়ি আসার পথে উপজেলা পরিষদের সামনে অটোরিকশা চালক নিলু ডাকুয়া অশালীন কথা বলেন। মেয়েটি সেখান থেকে চলে আসে। পরবর্তীতে অটোচালক নিলু ডাকুয়া অনেক দুর এসে আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকার সময় মহিলা কলেজের সামনে কলেজ ছাত্রীর পথরোধ করে এ সময় মেয়েটির কান্নাকাটি এবং ডাক চিতকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে অটোচালক নিলু ডাকুয়াকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব স্বজল মোল্লা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগন ও ঘটনার প্রত্যাক্ষ স্বাক্ষীদের উপস্থিতিতে আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। পরে আসামি দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন।












রিলাক্স মিডিয়া/মো: রাশেদুল ইসলাম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading