সিলেটের সাদাপাথর ও জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অবৈধ পাথর লুটের ঘটনায় আলোড়িত সিলেট; এবার শুরু হচ্ছে প্রশাসনের চিরুনি অভিযান।
সিলেটের সাদাপাথর ও জাফলং এলাকায় অবৈধভাবে চলা পাথর লুটপাট দীর্ঘদিন ধরে প্রকৃতি ও পর্যটনকে হুমকির মুখে ফেলেছে। এ অবস্থায় অবশেষে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্রশাসনের বিশেষ ‘চিরুনি অভিযান’, যা চলবে অব্যাহতভাবে যতদিন না পুরো এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ও লুকানো পাথর উদ্ধার হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযানে অংশ নেবে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। অভিযান চলাকালে—
অবৈধভাবে উত্তোলিত ও মাটিচাপা দেওয়া পাথর উদ্ধার
অবৈধ ব্যবসায়ী ও দখলদারদের শনাক্ত করে আইনের আওতায় আনা
উদ্ধার করা পাথরকে প্রকৃত অবস্থানে ফিরিয়ে আনা
পর্যটনকেন্দ্রগুলোর স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার
এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, প্রশাসনের দেওয়া ৩ দিনের আল্টিমেটাম ২৫ আগস্ট শেষ হবে। এর পর যদি কেউ স্বেচ্ছায় পাথর ফেরত না দেন, তবে ২৬ আগস্ট থেকে কঠোর চিরুনি অভিযান শুরু হবে।
তিনি আরও জানান, শনিবার (২৩ আগস্ট) বিকাল থেকে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৬টা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় ফেরত দিয়েছে লুটকারীরা। তবে কাউকে ছাড় দেওয়া হবে না; রাজনৈতিক প্রভাব বা পরিচয় নির্বিশেষে সব অপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে।
সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছে, যদি অভিযান সফল হয় তবে সিলেটের প্রকৃতি ও পর্যটনের সৌন্দর্য পুনরুদ্ধার হবে এবং ভবিষ্যতে কেউ আর এভাবে পরিবেশ ধ্বংসের সাহস করবে না।
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প রক্ষায় জেলা প্রশাসনের এই কঠোর উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, চিরুনি অভিযান কতটা কার্যকরভাবে পাথর লুটে জড়িত সিন্ডিকেটকে ভেঙে দিতে পারে এবং প্রকৃতিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়।
অনলাইন ডেস্ক
Comments: