০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে পাথর লুটকাণ্ডে বদলি কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান

image

সিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে প্রশাসনিক অদলবদল অব্যাহত রয়েছে। এর আগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হওয়ার পর এবার দায়িত্ব থেকে সরানো হলো কোম্পানীগঞ্জ থানার আলোচিত ওসিকে।

সিলেটে আলোচিত সাদাপাথর লুটকাণ্ডের ঘটনায় এবার বদলি হলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। রবিবার (৩১ আগস্ট) তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের সাবেক ইনচার্জ রতন শেখ, যিনি বর্তমানে সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, সম্প্রতি সাদাপাথর লুটকাণ্ডে প্রশাসনের শীর্ষ পর্যায়ের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। এর জেরে এর আগে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়। এবার ওসিকে সরিয়ে দেওয়ায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয়দের মতে, সাদাপাথর লুট রোধে প্রশাসনিক গাফিলতি বড় ভূমিকা রেখেছে।

সাদাপাথর লুটকাণ্ডে প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তাকে বদলির মধ্য দিয়ে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই পরিবর্তন সঠিক তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার পথ সুগম করবে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading