০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
ব্রিটেন
পশ্চিম লন্ডনে মোটরসাইকেল আরোহী লরি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে নিহত

image

পশ্চিম লন্ডনে এক মোটরসাইকেল আরোহী লরি ট্রেলার সংঘর্ষে নিহত। এই দুর্ঘটনা কলনব্রুক বাইপাসে, হিথ্রো বিমানবন্দরের কাছে ঘটেছে। পুলিশ সাইটে দ্যক্ষী ও সাক্ষীদের সাহায্য কামনা করছে।

পশ্চিম লন্ডনের ৪৭ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী রবিবার (৩১ আগস্ট) কলনব্রুক বাইপাসে লরি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি হিলিংডনের রুইসলিপ এলাকার বাসিন্দা ছিলেন এবং তার লাল Triumph বাইক থেকে দুর্ঘটনার সময় ছিটকে পড়েন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে তাকে পথের পাশে মৃত ঘোষণা করা হয়। মৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে তার নিকটতম আত্মীয়দের Thames Valley পুলিশ সমর্থন দিচ্ছে।

পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি। তদন্তকারী সংস্থা স্থানীয় জনগণ এবং যেসব ব্যক্তি দুর্ঘটনার সময় সেখানে ছিলেন, তাদের ড্যাশ-ক্যাম ফুটেজ জমা দেওয়ার জন্য আবেদন করেছে। রোডস পুলিশিং ইউনিটের কর্মকর্তা PC মার্ক ডান জানিয়েছেন, “পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। যে কেউ দুর্ঘটনার সময় এলাকায় ছিলেন, তারা দয়া করে তাদের ড্যাশ-ক্যাম চেক করুন, যাতে ঘটনার বা ঘটনার পূর্ব মুহূর্তগুলির কোনো তথ্য পাওয়া যায়।”

পুলিশ ঘটনার সত্যতা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য জনসাধারণের সহায়তা চাইছে। ড্যাশ-ক্যাম ফুটেজ ও সাক্ষীদের তথ্য দুর্ঘটনার কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।















অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading