০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
বাংলাদেশ জামায়াত ইসলামীর গোবরাতলা ইউনিয়ন শাখার উদ্যোগে ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সমাবেশ

image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ তারিখ বুধবার বাদ মাগরিব মুনসেফপুর ফাজিল মাদ্রাসায় এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে গ্রামের অসংখ্য লোক এতে উপস্থিত হন। উক্ত নির্বাচনী সমাবেশটি ওয়ার্ড সভাপতি মোঃ আখতার হোসেনের সঞ্চালনায় এবং মো: সাব্বির আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে নির্বাচনী সমাবেশের কার্যক্রম শুরু হয় ।

উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য ও গোবরাতলা ইউনিয়নের সাবেক আমীর অধ্যাপক মাওলানা মোঃ সাদিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের পরিচালক মোঃ গোলাম মাওলা।

আরো উপস্থিত ছিলেন, গোবরাতলা ইউনিয়নের সংগ্রামী আমীর মাওলানা মোঃ আকবর আলী , গোবরাতলা ইউনিয়নের সেক্রেটারি মোঃ গোলাম জাকারিয়া, গোবরাতলা ইউনিয়নের নায়েবে আমির ও প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন,টিম সদস্য মোঃ আব্দুস সালাম,শ্রমিক কল্যান ফেডারেশনের আবু সায়েম, মাওঃ মোঃ হাবিবুর রহমান সহ আরো অন্যান্যরা।

সমাবেশে প্রধান অতিথি, অধ্যাপক মোঃ আবুল হাসান বলেন, আমরা পরিস্কার ভাবে বলতে চাই জনগণের দাবি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এদেশের জনগণ চাঁদাবাজি টেন্ডারবাজিদের চাই না। আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই। আমরা প্রত্যেকটি বাড়িতে কোরানের বাণী পৌঁছাতে চাই। আমাদের পাড়া পড়শী প্রতিবেশীদেরকে কোরআনের আইন চালু করার ব্যাপারে বুঝতে হবে। আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী জনাব মোঃ নুরুল ইসলাম বুলবুলকে নির্বাচিত করার জন্য আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা কামনা করছি। পরিশেষে জুলাই যোদ্ধাসহ সমস্ত আত্নার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়।|














রিলাক্স মিডিয়া/মো: আব্দুল্লাহ


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading