জামালপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাটার মেশিন, দুটি দা এবং একটি সুইস গিয়ার চাকু জব্দ করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে জামালপুর সদর উপজেলার পৌর শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল খোদোয়া (আবাসিক) থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৃত মেহের আলীর ছেলে জাহের আলী (৬৫) মৃত শহিদ মিয়ার ছেলে মাইন উদ্দিন (৩৫) আব্দুল মান্নানের ছেলে মোঃ কাওসার মিয়া (৩০) রামরাইল ইউনিয়নের সেন্দ উত্তরপাড়া এলাকার অলি মিয়ার ছেলে মোঃ আকাশ মিয়া (২৮) মজলিশপুর খরমপুর পাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে বিল্লাল হোসেন (২৮) জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, অভিযানে আটক পাঁচ জনের বিরুদ্ধেই জামালপুরসহ দেশের বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে। দুপুরে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিলাক্স মিডিয়া/এম আর সাইফুল
Comments: