০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মেহেন্দিগঞ্জে কোস্টগার্ডের বিশেষ অভিযানে মাদকসহ দুইজন আটক

image

মেহেন্দিগঞ্জে কোস্টগার্ডের বিশেষ অভিযানে মাদকসহ দুইজন মাদকপাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ৯০০ গ্রাম গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ হাজার টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কালীগঞ্জের একটি বিশেষ দল মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেহ তল্লাশির মাধ্যমে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ সালেহ (২৮) এবং তেতুলিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিরাজ হোসেন (২৭)। তাদের কাছ থেকে গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক পাচার ও সেবনের মতো সামাজিক ব্যাধি দমনে কোস্টগার্ড সর্বদা সতর্ক রয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আটককৃত দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল কোস্টগার্ডের এই অভিযানকে স্বাগত জানিয়ে জানান, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।














রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading