০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
নিরাপত্তা বেষ্টনী নয়, মুক্তভাবে সবাই ধর্ম পালন করবে” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

image

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‌‌“নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয়, আমরা চাই সবাই যেন মুক্তভাবে ধর্ম পালন করতে পারে।” মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে রূপান্তর করতে হবে যেখানে সবাই নিরাপত্তার শঙ্কা ছাড়াই ধর্মীয় উৎসব পালন করতে পারবে। তিনি উল্লেখ করেন, ধর্মীয় ভিন্নতা থাকলেও রাষ্ট্রকে সব নাগরিককে সমান মর্যাদা দিতে হবে। ড. ইউনূস বলেন, “আমরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হবো। তাই সব ধর্মের মানুষকে মিলেমিশে কাজ করতে হবে।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশকে এমন এক মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে যা বিশ্বে অনুসরণীয় হবে।

এদিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মন্দির পরিদর্শন শেষে তিনি ধর্মীয় সম্প্রীতি জোরদারে এক শুভেচ্ছা সভায় অংশ নেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য দেশের সামগ্রিক ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি বহন করে। তার মতে, নতুন বাংলাদেশ গড়তে হলে সব ধর্ম-বর্ণের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading