চার দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর। বুধবার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাপলা চত্বর মোড়ে ব্যানার–নিয়ে সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলা ও কালক্ষেপণের শিকার তাদের যৌক্তিক দাবি। বারবার আশ্বাস দিয়ে দায়িত্বশীলরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অবরোধের কারণে শাপলা চত্বর হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা বলেন, “আমাদের দাবি মেনে নিতে হবে, নইলে আন্দোলন আরও বিস্তৃত হবে। এবার কোনো আশ্বাস নয়—আমরা বাস্তবায়ন চাই।
রিলাক্স মিডিয়া/সাকিব এনামুল
Comments: