নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার দোগাছী গ্রামে শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট ২০২৪ গণআন্দোলনে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান, আলোচনা সভা, আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, '৩৬ জুলাই'সহ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন, বিজয়ের গল্প শোনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সবশেষে, দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
রিলাক্স মিডিয়া/মোঃ এ কে নোমান
Comments: