০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস পালন

image

নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার দোগাছী গ্রামে শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট ২০২৪ গণআন্দোলনে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান, আলোচনা সভা, আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, '৩৬ জুলাই'সহ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন, বিজয়ের গল্প শোনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সবশেষে, দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।














রিলাক্স মিডিয়া/মোঃ এ কে নোমান

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading