২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
খেলা
থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন নিগার সুলতানা, রেকর্ড গড়ল বাংলাদেশ নারী দল

image

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই ঝলক দেখালেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর সেঞ্চুরিতে রেকর্ড রান তুলল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তারের ৯৪ রানের অপরাজিত ইনিংসেও ছিল বড় অবদান; লাহোরে ২৭১ রানে থাইল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো টাইগ্রেসরা।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর ১০৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭১ রান—যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

অন্যদিকে, ইনিংসের শুরুতেই একটি উইকেট হারালেও, শারমিন আক্তার ও ফারজানা হক গড়ে তোলেন ১০৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ফারজানা ৮২ বলে ৫৩ রান করে বিদায় নিলেও, শারমিন ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৯৪ রান করেন। প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ডের অধিনায়ক নারুইমল চাইওয়াই। তাদের সিদ্ধান্ত কতটা ভুল ছিল, সেটা বুঝিয়ে দেন টাইগ্রেসরা ব্যাটিংয়েই। বাংলাদেশের ইশমা তানজিম শুরুতে দ্রুত আউট হয়ে গেলেও, এরপর প্রতিরোধ গড়ে তোলেন ব্যাটাররা। নিগার জ্যোতির ক্যারিয়ারের এই প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি কেবল ব্যক্তিগত মাইলফলক নয়, এটি দলের সামগ্রিক আত্মবিশ্বাসের প্রতীক। শারমিন আক্তারের নিরব অথচ কার্যকর ইনিংস দলকে এনে দেয় এক ঐতিহাসিক সংগ্রহ।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ নারী ক্রিকেট দল দেখিয়ে দিল যে তারা প্রস্তুত। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অসাধারণ সেঞ্চুরি এবং শারমিন আক্তারের ধারাবাহিক ব্যাটিংয়ে লাহোরে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। এবার দেখার পালা, বোলাররা এই রেকর্ড সংগ্রহ ধরে রাখতে কতটা সফল হন।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading