নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী ক্রিকেট। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে নাম লেখাতে বিসিবির কাছে আবেদন করেছে 'নোয়াখালী রয়্যালস'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দেখা যেতে পারে নতুন একটি নাম—নোয়াখালী রয়্যালস। দীর্ঘদিন ধরে দেশের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ না নেওয়া নোয়াখালীর জন্য এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে।
গত ২৪ জুন ‘শায়ান'স গ্লোবাল’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কাছে একটি আবেদন জমা দেয়, যেখানে তারা বিপিএলের পরবর্তী আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন দল অংশগ্রহণের অনুমতি চেয়েছে।
এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুধুমাত্র দল গঠনেই আগ্রহী নয়, বরং পুরো নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন ও প্রসারে কাজ করতে চায়। আবেদনপত্রে তারা বিসিবির যাবতীয় নিয়মনীতি ও শর্ত মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে।
আগামী ৩০ জুন বিসিবির বোর্ড সভায় বিপিএল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তার আগেই শায়ান’স গ্লোবালের এমন পদক্ষেপ ক্রিকেট অঙ্গনে ইতিবাচক আলোড়ন তুলেছে।
নোয়াখালী থেকে বিপিএলের একটি দল অংশগ্রহণ করলে তা দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পূর্বে কখনোই নোয়াখালী বিপিএলে প্রতিনিধিত্ব করেনি, ফলে এই উদ্যোগকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
নোয়াখালী রয়্যালসের বিসিবিতে জমা দেওয়া আবেদন যদি অনুমোদিত হয়, তবে ২০২৫ সালের বিপিএল নতুন রূপে, নতুন শক্তি নিয়ে মাঠে গড়াবে। ক্রিকেটপ্রেমী নোয়াখালীবাসীর জন্য এটি হবে বহু প্রতীক্ষিত আনন্দঘন মুহূর্ত।
অনলাইন ডেস্ক
Comments: