এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ—নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নামছে বাংলাদেশ দল। আজ সিলেট লাক্কাতুরায় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বৃষ্টির শঙ্কা থাকলেও আত্মবিশ্বাসী টাইগাররা।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। তার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লাক্কাতুরায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, দীর্ঘ এক মাসের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট। মিরপুরে শুরু হওয়া ক্যাম্পে ফিটনেস ও কন্ডিশনিং কোচ নাথান কেলি খেলোয়াড়দের কঠিন পরীক্ষা নিয়েছেন। এরপর পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে ব্যাটিংয়ে কাজ হয়েছে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটসম্যানদের টেকনিক্যাল দিকেও বিশেষভাবে নজর দিয়েছেন। এখন মাঠেই সেই প্রস্তুতির ফলাফল দেখার অপেক্ষা।
তবে আবহাওয়া কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। গত কয়েকদিন ধরে সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিষয়ক সংস্থা আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবুও দুই দলই আত্মবিশ্বাসী যে ম্যাচ মাঠেই গড়াবে।
বাংলাদেশ যেমন এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখছে, তেমনি নেদারল্যান্ডস দেখছে ফেব্রুয়ারিতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপের ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা হওয়ায় উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে তারা।
টাইগার কোচ ফিল সিমন্স বিশ্বাস করেন, সিলেটের উইকেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়ক হবে। নেদারল্যান্ডস কোচ রায়ান কুকও জানিয়েছেন, তার দল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে, এবং বাংলাদেশকে হারানোর মতো মানসিকতা নিয়েই খেলবে।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এই সিরিজ শুধু দুই দলের জন্যই নয়, আসন্ন বৈশ্বিক আসরগুলোর প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ। আজকের ম্যাচে আবহাওয়ার চ্যালেঞ্জ থাকলেও মাঠের লড়াইয়ে উত্তেজনা থাকবে তুঙ্গে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন, টাইগারদের দীর্ঘ প্রস্তুতি মাঠে কতটা সফল হয় তা দেখার।
অনলাইন ডেস্ক
Comments: