বন্ধুদের মারামারির ঘটনায় নিজের নির্দোষতা দাবি করলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। বিসিবিকে জানালেন বিস্তারিত ব্যাখ্যা। তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুর গায়ে হাত তোলার অভিযোগে থানায় জিডি হয়েছে। এ নিয়ে ক্রিকেটমহলে চলছে আলোচনা, আর বিসিবি রয়েছে পর্যবেক্ষণে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি তার বন্ধুদের একজন অভিযোগ এনেছেন যে, তাসকিন তাদের গায়ে হাত তুলেছেন। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও গুঞ্জন।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করে জাগোনিউজ জানতে পারে, তাসকিন বিসিবিকে জানিয়েছেন, তিনি সরাসরি ঘটনার সঙ্গে জড়িত নন। বরং তার বন্ধুদের মধ্যে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়, যার এক পক্ষ তাকে থানায় ফোন করতে বলে। তিনি থানায় ফোন করলে অপর পক্ষ তার বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে জিডি করেন।
তাসকিনের বক্তব্য অনুযায়ী, তিনি কেবল পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেছেন। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, "আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। অভিযোগকারী ও মিরপুর থানার ওসির সঙ্গে কথা বলে বিস্তারিত জানার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
ঘটনাটি নিয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।
জাতীয় দলের খেলোয়াড়দের আচরণ সর্বদা জনদৃষ্টির মধ্যে থাকে। তাসকিন আহমেদ যদি সত্যিই নির্দোষ হন, তবে বিষয়টি দ্রুতই পরিস্কার হবে বলে আশা করছে ক্রিকেটপ্রেমীরা। বিসিবির সিদ্ধান্ত এখন সময়ের অপেক্ষা।
অনলাইন ডেস্ক
Comments: