প্রথম বলেই উইকেট, প্রথম দুই ওভারে ৩টি শিকার। দুর্দান্ত শুরু করেও পরে কিছুটা খরচের বোলিং করেন রিশাদ হোসেন। তবুও নিজের স্পেলে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে বিধ্বস্ত করাচি কিংস। টানা দ্বিতীয় জয়ে বড় ভূমিকা তার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানে জিতেছে লাহোর কালান্দার্স। এই জয়ে বড় অবদান রাখেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। পরে কিছুটা খরুচে হলেও মোট চার ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোলিং ফিগার গড়েন ৪-০-২৬-৩।
১৪টি ডট বল ও পরপর উইকেট তুলে নিয়ে বিপক্ষ দলের চাপ বাড়িয়ে দেন রিশাদ। ম্যাচের শুরুতে করাচির ব্যাটিং অর্ডার ভেঙে দেওয়ার মূল কারিগর ছিলেন তিনি। লাহোরের পক্ষে ফখর জামান ৪৭ বলে ৭৬ ও ড্যারিল মিচেল ৪১ বলে ৭৫ রান করেন। তাদের ব্যাটিং নৈপুণ্যে দল পায় ২০১ রানের বড় সংগ্রহ। করাচি গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে।
বল হাতে শুরুতেই ডেভিড ওয়ার্নার ও জেমস ভিন্সকে ফিরিয়ে লাহোরের হয়ে আগুন ঝরান শাহিন আফ্রিদি। আসিফ আফ্রিদি, সিকান্দার রাজা এবং রিশাদের দারুণ বোলিংয়ে করাচির পক্ষে কেউই দাঁড়াতে পারেননি। রিশাদের প্রথম ওভারের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন শান মাসুদ। এরপর এক ওভারে আরও দুই ব্যাটারকে বিদায় করে বিপক্ষের ব্যাটিং ভেঙে দেন। শেষদিকে কিছু রান এলেও, ম্যাচে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে লাহোর।
পিএসএলে টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে রিশাদ হোসেন প্রমাণ করছেন নিজের সামর্থ্য। তরুণ এই লেগ স্পিনারের পারফরম্যান্স শুধু লাহোর নয়, বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরও আনন্দ দিচ্ছে। যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে তার অবস্থান স্পিন আক্রমণে নতুন আশা দেখাচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: