০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
খেলা
এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী হকি খেলোয়াড় তিশাকে নওগাঁ জেলা প্রশাসকের সংবর্ধনা

image

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ নারী দলের হয়ে ব্রোঞ্জ পদক জেতা নওগাঁর কৃতি কন্যা তাশফিয়া জান্নাত তিশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তিশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একটি সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক ও সুমন আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তিশার পরিবার ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। তাশফিয়া জান্নাত তিশা নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকার বাসিন্দা। হকি খেলার প্রতি তাঁর অদম্য ভালোবাসা ও অধ্যবসায়ই তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে তিশা জানান, “শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু কখনো হাল ছাড়িনি। আমার স্বপ্ন, একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলতে পারব। আমি চাই, দেশের নাম উজ্জ্বল করতে এবং প্রমাণ করতে, নওগাঁর মেয়েরা পারে, স্বপ্ন দেখে এবং তা পূরণ করতেও জানে।”

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “তিশা শুধু নওগাঁর নয়, বাংলাদেশেরও গর্ব। একসময় হকি আমাদের দেশে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু তিশাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের কারণে আবারও নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। নওগাঁর প্রতিটি উদীয়মান খেলোয়াড়ের পাশে প্রশাসন সবসময় থাকবে।”

তিশার এই অর্জন নওগাঁবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।










মো: এ কে নোমান, নওগাঁ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading