২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
খেলা
“আমি কিছু লুকাইনি”—শেয়ার বাজার বিতর্কে সাকিবের স্বচ্ছ ব্যাখ্যা

image

বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি শেয়ার বাজার নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। কারসাজির অভিযোগের জবাবে সাকিব বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে আমি শেয়ার ট্রেড করেছি, তাহলে আমি আমার সব দিয়ে দেব।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নিজে শেয়ার বাজারে কোনো ট্রেড করেননি। বরং তিনি একজনকে বিনিয়োগের জন্য টাকা দিয়েছিলেন, এবং পুরো অর্থটাই ক্ষতির মুখে পড়ে।

তিনি বলেন, “কেউ যদি দেখাতে পারে আমি লাভ করেছি, আমি খুশি মনে আমার সব দিয়ে দেব।” গত বছরের ২৪ সেপ্টেম্বর বিএসইসি সাকিব ও তার মাকে ৫০ লাখ টাকা জরিমানা করে, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ারে কারসাজির অভিযোগে। সাকিব জানান, তিনি ওই ঘটনায় কোনো মিটিংয়ে যাননি, এমনকি বিষয়টি ভালো করে জানেনও না। তিনি বিএসইসি চেয়ারম্যানকে মেসেজ করেছেন এবং একটি সুষ্ঠু তদন্ত চান।

সাকিব জানান, “শুধু বিনিয়োগ করলেই কি ক্ষতির দায়ও আমার হয়?” তিনি বলেন, “আমি এই বিষয় নিয়ে পালিয়ে যাচ্ছি না, বরং নিজে সামনে এসে তদন্তে সাহায্য করতে চাই।”  তিনি সরকারের উচ্চ পর্যায়ের সাথেও যোগাযোগের চেষ্টা করছেন, যাতে তিনি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পান।  সাকিব বলেন, “আমি চাই সত্য প্রকাশিত হোক, আমি সহযোগিতা করতে প্রস্তুত—শেয়ার বাজার হোক বা ক্র্যাব ফার্ম।” প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত অস্বাভাবিক দরবৃদ্ধির অভিযোগ ওঠে। এই সময় সিরিজ লেনদেনের মাধ্যমে দাম বাড়ানো হয়, যেখানে সাকিব ও তার নিকটাত্মীয়দের নাম উঠে আসে।

সাকিব আল হাসান তাঁর বক্তব্যে যে স্বচ্ছতা ও সাহস দেখিয়েছেন, তা দেশের শেয়ার বাজার ও ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তদন্ত হলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। এখন সময় এ বিষয়টি সঠিকভাবে যাচাই-বাছাই করে জাতিকে একটি পরিষ্কার চিত্র দেওয়া।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading