০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কায় এক জনের মৃত্যু

image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দিলীপ কুমার পাল (৭৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭শে আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে চলন্ত মোটরসাইকে বাঁচাতে গিয়ে দিলীপ পালকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে থাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে দিলীপ পালকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত দিলীপ পাল শ্রীমঙ্গলের বিশিষ্ট চিকিৎসক রাজীব পালের পিতা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শারমীন আক্তার জানান, দিলীপ পালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।












রিলাক্স মিডিয়া/তিমির বনিক


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading