২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
সন্তানের উপর নিষ্ঠুরতার অভিযোগে ‘ক্রিম আপা’ শারমীন শিলা গ্রেফতার

image

ভিউ ও অর্থ উপার্জনের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে শারমীন শিলাকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে শিশুর প্রতি অমানবিক আচরণ, সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়—গ্রেপ্তারের দাবি জানায় সুরক্ষা সংগঠনগুলো।

নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে ‘ক্রিম আপা’ হিসেবে পরিচিত বিউটিশিয়ান শারমীন শিলাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাভার পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

এর আগে, ৯ এপ্রিল আশুলিয়া থানায় শিশু নির্যাতনের অভিযোগে মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলায় উল্লেখ করা হয়, শারমীন শিলা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ পণ্যের প্রচার ও বিক্রির জন্য ভিডিও তৈরি করেন, যেখানে বারবার দেখা গেছে তিনি তার ছোট্ট সন্তানদের মানসিক ও শারীরিক চাপের মুখে ফেলছেন।

বিশেষ করে ৩ মার্চ তার ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, তিনি তার দুই বছরের মেয়ে জিমকে জোর করে কেক জাতীয় খাবার মুখে গুঁজে দিচ্ছেন। মেয়েটি খেতে না চাইলে মুখে চাপ দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করেন, যা সামাজিকভাবে ব্যাপক সমালোচিত হয়।

এজাহারে আরও উল্লেখ রয়েছে, শারমীন শিলা তার মেয়ের মাথা ন্যাড়া করে, ভারী কানের দুল পরিয়ে বা অস্বাভাবিক পোশাক পরিয়ে বিভিন্ন সময় ভিডিও তৈরি করেছেন। ভিডিওগুলোতে শিশুর ভীত, হতাশ ও আতঙ্কিত মুখ দেখা যায়।

তিনি রান্না-বান্না কিংবা খাবার সম্পর্কিত ভিডিওতেও শিশুকে সামনে এনে ভিডিও করতেন, যা অনেকের কাছে অস্বস্তিকর ও অমানবিক লেগেছে। এসব ঘটনায় ‘একাই একশো’ নামের শিশু সুরক্ষাবিষয়ক সংগঠন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সংগঠনের পক্ষে কিশোর সাদাত রহমান বলেন, ‘‘শিশুদের মানসিক ও শারীরিক সুরক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’’

শারমীন শিলা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে হিংসা করে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সন্তানদের ভালোবাসি, নির্যাতনের প্রশ্নই আসে না।’’ পরবর্তীতে তিনি ফেসবুক লাইভে এসে দুঃখ প্রকাশ করেন এবং এ ধরনের ভিডিও আর করবেন না বলে জানান।

ভিউ ও লাভের লোভে শিশুদের ব্যবহার করে কনটেন্ট তৈরি করা কতটা বিপজ্জনক হতে পারে, তা ‘ক্রিম আপা’র ঘটনা আবারও প্রমাণ করল। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতার কারণে শিশু সুরক্ষা নিয়ে আলোচনার নতুন দ্বার খুলেছে।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading