২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন করেছে বিএসএফ

image

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত পরিস্থিতি।

জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও ছাতকের সীমান্ত দিয়ে পুশ-ইন; বিজিবির উদ্বেগ, রাজনৈতিক মহলে নিন্দার ঝড়।  বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে মোট ৫৩ জন বাংলাদেশিকে জোরপূর্বক প্রবেশ করানো হয়। এছাড়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ-ইন করে বিএসএফ।

বিজিবি সূত্র জানিয়েছে, এসব ব্যক্তি ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। এদের বেশিরভাগের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তবে পুশ-ইনের পদ্ধতি কূটনৈতিক নিয়ম ভঙ্গ করেছে বলে দাবি করা হয়েছে।

পুশ-ইন হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে বিজিবি ও স্থানীয় প্রশাসন। সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এ ধরনের পুশ-ইন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল। এর আগেও সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের এমন কার্যক্রমের অভিযোগ উঠেছে।

এ ঘটনা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানের ওপর বড় প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে এবার আগের তুলনায় আরো কঠোর কূটনৈতিক প্রতিক্রিয়া জানাতে হবে। সীমান্তে এই অস্থিরতা দ্রুত না থামলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading