সেনাবাহিনীর বিশেষ অভিযানে নবীগঞ্জে আলোচিত মাদক সম্রাট মন্নানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হলেও মাদক উদ্ধার সম্ভব হয়নি। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েসহ দুইজনকে আটক করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট মন্নান আবারও বেপরোয়া হয়ে উঠেছে। সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হলেও মাদক পাচারের মূলহোতা মন্নান কৌশলে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অভিযানের পর থেকে মন্নানের বাহিনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্পের মেজর কাজী ফয়সালের নেতৃত্বে সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ও দীঘলবাক ইউনিয়নে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক সম্রাট মন্নানের বাড়িতে অভিযান চালানো হয়। তবে সেনারা সেখানে কোনো মাদক না পেলেও তার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় তার স্ত্রী রুবিনা বেগম (৪৫) ও মেয়ে রুবেনা বেগম (২২)-কে আটক করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর উপস্থিতির খবর আগেই পেয়ে যায় মন্নান ও তার সহযোগীরা। ফলে অভিযান শুরু হওয়ার আগেই তারা কৌশলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সরিয়ে ফেলে। এর আগে র্যাব ও পুলিশ একাধিকবার মন্নানকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করলেও অল্পদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। অভিযানের পর স্থানীয়রা অভিযোগ করেছেন, মন্নানের বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকার নিরীহ মানুষদের মাদক মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকিতে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
নবীগঞ্জে মাদক সম্রাট মন্নানের অব্যাহত দৌরাত্ম্য ও তার বাহিনীর হুমকিতে স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সেনাবাহিনীর অভিযান সাময়িক স্বস্তি আনলেও মাদক সিন্ডিকেট নির্মূলে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রিলাক্স মিডিয়া/বুলবুল আহমদ
Comments: